আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৫৯৩
১০০৭. মহান আল্লাহর বাণীঃ পবিত্র কাবাঘর ও পবিত্র মাস আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন। ... আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। (৬ঃ ৯৭)
১৪৯৮। আহমদ ইবনে হাফস (রাহঃ) ......... আবু সা‘ঈদ খুদরী (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াজূজ ও মাজূজ বের হওয়ার পরও বায়তুল্লাহর হজ্জ ও উমরা পালিত হবে।
আবান ও ইমরান (রাহঃ) কাতাদা (রাহঃ) থেকে হাদীস বর্ণনায় হাজ্জাজ ইবনে হাজ্জাজের অনুসরণ করেছেন। আব্দুর রহমান (রাহঃ) শু‘বা (রাহঃ) থেকে বর্ণনা করেন, বায়তুল্লাহর হজ্জ বন্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। প্রথম রিওয়ায়াতটি অধিক গ্রহণযোগ্য।
আবু আব্দুল্লাহ [ইমাম বুখারী (রাহঃ)] বলেন, কাতাদা (রাহঃ) রিওয়ায়াতটি আব্দুল্লাহ (রাহঃ) থেকে এবং আব্দুল্লাহ (রাহঃ) আবু সা‘ঈদ (রাযিঃ) থেকে শুনেছেন।
আবান ও ইমরান (রাহঃ) কাতাদা (রাহঃ) থেকে হাদীস বর্ণনায় হাজ্জাজ ইবনে হাজ্জাজের অনুসরণ করেছেন। আব্দুর রহমান (রাহঃ) শু‘বা (রাহঃ) থেকে বর্ণনা করেন, বায়তুল্লাহর হজ্জ বন্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। প্রথম রিওয়ায়াতটি অধিক গ্রহণযোগ্য।
আবু আব্দুল্লাহ [ইমাম বুখারী (রাহঃ)] বলেন, কাতাদা (রাহঃ) রিওয়ায়াতটি আব্দুল্লাহ (রাহঃ) থেকে এবং আব্দুল্লাহ (রাহঃ) আবু সা‘ঈদ (রাযিঃ) থেকে শুনেছেন।


বর্ণনাকারী: