আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৫৯২
১০০৭. মহান আল্লাহর বাণীঃ পবিত্র কাবাঘর ও পবিত্র মাস আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন। ... আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। (৬ঃ ৯৭)
১৪৯৭। ইয়াহয়া ইবনে বুকাইর এবং মুহাম্মাদ ইবনে মুকাতিল (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রমযানের রোযা ফরয হওয়ার পূর্বে মুসলিমগণ আশূরার রোযা পালন করতেন। সে দিনই কাবাঘর (গিলাফে) আবৃত করা হতো। তারপর আল্লাহ যখন রমযানের রোযা ফরয করলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আশূরার রোযা যার ইচ্ছা সে পালন করবে আর যার ইচ্ছা সে ছেড়ে দিবে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন