আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ১৪৮০
আন্তর্জাতিক নং: ১৫৭৫
১০০০. কোন দিক দিয়ে মক্কায় প্রবেশ করবে
১৪৮০। ইবরাহীম ইবনে মুনযির (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সানিয়্যা উলয়া (হারামের উত্তর-পূর্বদিকে কাদা নামক স্থান) দিয়ে মক্কায় প্রবেশ করতেন এবং সানিয়্যা সুফলা (হারামের দক্ষিণ-পশ্চিমদিকে কুদা নামক স্থান) দিয়ে বের হতেন।
باب مِنْ أَيْنَ يَدْخُلُ مَكَّةَ
1575 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، قَالَ: حَدَّثَنِي مَعْنٌ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُ مِنَ الثَّنِيَّةِ العُلْيَا، وَيَخْرُجُ مِنَ الثَّنِيَّةِ السُّفْلَى»
হাদীসের ব্যাখ্যা:
মক্কা মুকাররামায় প্রবেশকালে ছানিয়া 'উলয়া দিয়ে প্রবেশ করতেন। একে মা‘লাঃ বা মু‘আল্লাঃ (المعلاة) বলা হয়। এটা মক্কা মুকাররামার বিখ্যাত কবরস্থান। যাকে বিকৃত উচ্চারণে মানুষ জান্নাতুল মু'আল্লা বলে। এ কবরস্থানে উম্মুল মুমিনীন হযরত খাদীজা রাযি.-এর কবর রয়েছে।
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররামা থেকে বের হতেন ছানিয়া সুফলা দিয়ে। এ স্থানটির বর্তমান নাম শাবীকা। একে মিসফালাহও বলা হয়।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
সম্ভব হলে ঈদগাহ, মসজিদ প্রভৃতি স্থানে দুই পথে যাওয়া-আসা করা চাই। এতে করে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি সুন্নতের উপর আমল হয়ে যায়।
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররামা থেকে বের হতেন ছানিয়া সুফলা দিয়ে। এ স্থানটির বর্তমান নাম শাবীকা। একে মিসফালাহও বলা হয়।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
সম্ভব হলে ঈদগাহ, মসজিদ প্রভৃতি স্থানে দুই পথে যাওয়া-আসা করা চাই। এতে করে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি সুন্নতের উপর আমল হয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
