কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩৪৮
আন্তর্জাতিক নং: ৩৪৮
১২৯. জুমআর দিনের গোসল সম্পর্কে।
৩৪৮. উছমান ইবনে আবি শাঈবা ..... আব্দুল্লাহ্ ইবনুয-যুবায়ের (রাযিঃ) থেকে আয়িশা (রাযিঃ) এর সূরে বর্ণিত। তিনি (আয়িশা) তাকে (ইবনে যুবায়ের) বলেনঃ নবী (ﷺ) চারটি কাজের জন্য গোসল করতেন- স্ত্রী সহবাসের পর, জুমআর দিন, শিংগা লাগানোর পর এবং মৃত ব্যক্তির গোসল দেওয়ার পর। (তা ছাড়াও তিনি ইহরাম, কাবায় প্রবেশের পূর্বে ও অন্যন্য কাজের জন্যও গোসল করতেন।)
باب فِي الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا زَكَرِيَّا، حَدَّثَنَا مُصْعَبُ بْنُ شَيْبَةَ، عَنْ طَلْقِ بْنِ حَبِيبٍ الْعَنَزِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا حَدَّثَتْهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَغْتَسِلُ مِنْ أَرْبَعٍ مِنَ الْجَنَابَةِ وَيَوْمِ الْجُمُعَةِ وَمِنَ الْحِجَامَةِ وَمِنْ غُسْلِ الْمَيِّتِ .
সুনানে আবু দাউদ - হাদীস নং ৩৪৮ | মুসলিম বাংলা