আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৫৫৮
৯৯২. নবী (ﷺ) এর জীবনকালে তার ইহরামের অনুরূপ যিনি ইহরাম বেঁধেছেন।
১৪৬৪। হাসান ইবনে আলী খাল্লাল হুযালী (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আলী (রাযিঃ) ইয়ামান থেকে এসে নবী (ﷺ) এর নিকট উপস্থিত হলে তিনি প্রশ্ন করলেনঃ তুমি কী প্রকার ইহরাম বেঁধেছ? আলী (রাযিঃ) বললেন, নবী (ﷺ) এর অনুরূপ। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমার সঙ্গে কুরবানীর পশু না হলে আমি হালাল হয়ে যেতাম।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন