আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৫৫৭
৯৯২. নবী (ﷺ) এর জীবনকালে তার ইহরামের অনুরূপ যিনি ইহরাম বেঁধেছেন, ইবনে উমর (রাযিঃ) নবী (ﷺ) থেকে এ সম্পর্কিত বর্ণনা করেছেন।
১৪৬৩। মক্কী ইবনে ইবরাহীম (রাহঃ) ......... জাবির (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী (ﷺ) আলী (রাযিঃ) কে ইহরাম বহাল রাখার আদেশ দিলেন, এরপর জাবির (রাযিঃ) সুরাকা (রাযিঃ) এর উক্তি বর্ণনা করেন।
মুহাম্মাদ ইবনে বকর (রাহঃ) ইবনে জুরাইজ (রাহঃ) থেকে অতিরিক্ত বর্ণনা করেন; নবী (ﷺ) আলী (রাযিঃ)-কে বললেনঃ হে আলী! তুমি কোন প্রকার ইহরাম বেঁধেছ? আলী (রাযিঃ) বললেন, নবী (ﷺ) এর ইহরামের অনুরূপ। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তাহলে কুরবানীর পশু প্রেরণ কর এবং ইহরাম অবস্থায় যেভাবে আছ সেভাবেই থাক।
মুহাম্মাদ ইবনে বকর (রাহঃ) ইবনে জুরাইজ (রাহঃ) থেকে অতিরিক্ত বর্ণনা করেন; নবী (ﷺ) আলী (রাযিঃ)-কে বললেনঃ হে আলী! তুমি কোন প্রকার ইহরাম বেঁধেছ? আলী (রাযিঃ) বললেন, নবী (ﷺ) এর ইহরামের অনুরূপ। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তাহলে কুরবানীর পশু প্রেরণ কর এবং ইহরাম অবস্থায় যেভাবে আছ সেভাবেই থাক।
