আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৫৫৫
৯৯০. নীচু ভূমিতে অবতরণকালে তালবিয়া পাঠ করা।
১৪৬১। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... মুজাহিদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ইবনে আব্বাস (রাযিঃ) এর নিকট ছিলাম, লোকেরা দাজ্জালের আলোচনা করে বলল যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তাঁর দু’ চোখের মাঝে (কপালে) কা-ফি-র লেখা থাকবে। রাবী বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বললেন, এ সম্পর্কে নবী (ﷺ) থেকে কিছু শুনিনি। অবশ্য তিনি বলেছেনঃ আমি যেন দেখছি মুসা (আলাইহিস সালাম) নীচু ভূমিতে অবতরণকালে তালবিয়া পাঠ করছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন