আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৫৫৩
৯৮৯. কিবলামুখী হয়ে তালবীয়া পাঠ করা।
আবু মা’মার (রাহঃ) ... নাফি (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে উমর (রাযিঃ) যুল হুলাইফায় ফজরের নামায শেষ করে সওয়ারী প্রস্তুত করার নির্দেশ দিতেন, প্রস্তুত হলে আরোহণ করতেন। সওয়ারী তাকে নিয়ে দাঁড়িয়ে গেলে তিনি সোজা কিবলামুখী হয়ে হারাম শরীফের সীমা রেখায় পৌঁছা পর্যন্ত তালবিয়া পাঠ করতে থাকতেন। এরপর বিরতি দিয়ে যূ-তুওয়া নামক স্থানে পৌঁছে ভোর পর্যন্ত রাত যাপন করতেন এবং তারপরে ফজরের নামায আদায় করে গোসল করতেন এবং বলতেন, রাসূলুল্লাহ (ﷺ) এরূপই করেছিলেন।
ইসমাঈল (রাহঃ) আইয়ুব (রাহঃ) থেকে গোসল সম্পর্কে বর্ণনায় আব্দুল ওয়ারিস (রাহঃ) এর অনুসরণ করেছেন।
আবু মা’মার (রাহঃ) ... নাফি (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে উমর (রাযিঃ) যুল হুলাইফায় ফজরের নামায শেষ করে সওয়ারী প্রস্তুত করার নির্দেশ দিতেন, প্রস্তুত হলে আরোহণ করতেন। সওয়ারী তাকে নিয়ে দাঁড়িয়ে গেলে তিনি সোজা কিবলামুখী হয়ে হারাম শরীফের সীমা রেখায় পৌঁছা পর্যন্ত তালবিয়া পাঠ করতে থাকতেন। এরপর বিরতি দিয়ে যূ-তুওয়া নামক স্থানে পৌঁছে ভোর পর্যন্ত রাত যাপন করতেন এবং তারপরে ফজরের নামায আদায় করে গোসল করতেন এবং বলতেন, রাসূলুল্লাহ (ﷺ) এরূপই করেছিলেন।
ইসমাঈল (রাহঃ) আইয়ুব (রাহঃ) থেকে গোসল সম্পর্কে বর্ণনায় আব্দুল ওয়ারিস (রাহঃ) এর অনুসরণ করেছেন।
১৪৬০। সুলাইমান ইবনে দাউদ আবু রবী‘ (রাহঃ) ......... নাফি’ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে উমর (রাযিঃ) মক্কা গমনের ইচ্ছা করলে দেহে সুগন্ধিহীন তেল লাগাতেন। তারপর যুল হুলাইফা’র মসজিদে পৌঁছে নামায আদায় করে সওয়ারীতে আরোহণ করতেন। তাঁকে নিয়ে সওয়ারী সোজা দাঁড়িয়ে গেলে তিনি ইহরাম বাঁধতেন। এরপর তিনি (ইবনে উমর রাঃ) বলতেন, আমি নবী (ﷺ) কে এরূপ করতে দেখেছি।
