কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ২৪৯
আন্তর্জাতিক নং: ২৪৯
৯৮. অপবিত্রতার গোসল সম্পর্কে।
২৪৯. মুসা .... আলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন যে ব্যক্তি অপবিত্রতার গোসলের সময় একটি পশম পরিমাণ স্থান ধৌত করা পরিত্যাগ করে- তার উক্ত স্থান জাহান্নামের আণ্ডনে দগ্ধ হবে।

আলী (রাযিঃ) বলেন, এটা শুনার পর হতে আমি আমার মাথার সাথে শক্রতামূলক ব্যবহার আরম্ভ করে দেই। আমি তখন হতে আমার মাথার সাথে শক্রতামূলক ব্যবহার আরম্ভ করে দেই। এরূপ উক্তি তিনি তিনবার উচ্চারণ করেন। রাবী বলেন, (এ কারণেই) আলী (রাযিঃ) নিজ মাথার চুল কামিয়ে ফেলতেন। (কথিত আছে যে, আলী (রাযিঃ) প্রতি সপ্তাহে একবার মাথার চুল মুণ্ডন করতেন)
باب الْغُسْلِ مِنَ الْجَنَابَةِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ زَاذَانَ، عَنْ عَلِيٍّ، - رضى الله عنه - أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ تَرَكَ مَوْضِعَ شَعْرَةٍ مِنْ جَنَابَةٍ لَمْ يَغْسِلْهَا فُعِلَ بِهِ كَذَا وَكَذَا مِنَ النَّارِ " . قَالَ عَلِيٌّ فَمِنْ ثَمَّ عَادَيْتُ رَأْسِي فَمِنْ ثَمَّ عَادَيْتُ رَأْسِي ثَلاَثًا . وَكَانَ يَجِزُّ شَعْرَهُ .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, জানাবাতের গোসলে শরীরের প্রতিটি পশমের গোড়ায় পানি পৌঁছানো আবশ্যক। একটি পশমের গোড়াও যদি শুকনা থাকে তাহলে গোসল হবে না এবং কিয়ামতের দিন তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। নাকের মধ্যে যেহেতু পশম রয়েছে সেহেতু জানাবাতের গোসলে নাকে পানি দেয়া জরুরী।
tahqiqতাহকীক:তাহকীক চলমান