কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১. পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ১৬২
আন্তর্জাতিক নং: ১৬২
পাক-পবিত্রতার অধ্যায়
৬৩. মাসাহ করার পদ্ধতি সম্পর্কে।
১৬২. মুহাম্মাদ ইবনুল আলা ..... আলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ধর্মের মাপকাঠি যদি রায়ের (বিবেক-বিবেচনা) উপর নির্ভরশীল হত, তবে মোজার উপরের অংশে মাসাহ্ না করে নিম্নাংশে মাসাহ্ করার সিদ্ধান্ত গৃহীত হত। রাবী আলী (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে তাঁর মোজার উপরের অংশে মাসাহ্ করতে দেখেছি।
كتاب الطهارة
باب كَيْفَ الْمَسْحُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا حَفْصٌ، - يَعْنِي ابْنَ غِيَاثٍ - عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ خَيْرٍ، عَنْ عَلِيٍّ، - رضى الله عنه - قَالَ لَوْ كَانَ الدِّينُ بِالرَّأْىِ لَكَانَ أَسْفَلُ الْخُفِّ أَوْلَى بِالْمَسْحِ مِنْ أَعْلاَهُ وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَمْسَحُ عَلَى ظَاهِرِ خُفَّيْهِ .