কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১. পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ১৬১
আন্তর্জাতিক নং: ১৬১
৬৩. মাসাহ করার পদ্ধতি সম্পর্কে।
১৬১. মুহাম্মাদ ইবনুস সাব্বাহ .... মুগীরা ইবনে শোবা (রাযিঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) মোজার উপর মাসাহ্ করতেন। এই ছাদীছের রাবী মুহাম্মাদ ছড়া অন্যদের বর্ণনায়ঃ عَلَى ظَهْرِ الْخُفَّيْنِ বা মোজার উপরের অংশে মাসাহ্ করার কথা উল্লেখ আছে।
باب كَيْفَ الْمَسْحُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّازُ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، قَالَ ذَكَرَهُ أَبِي عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ . وَقَالَ غَيْرُ مُحَمَّدٍ عَلَى ظَهْرِ الْخُفَّيْنِ .
