কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১. পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৯৮
আন্তর্জাতিক নং: ৯৮
৪৭. তামার পাত্রে উযু করা সম্পর্কে।
৯৮. মুসা ইবনে ইসমাঈল .... আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি এবং রাসূলুল্লাহ্ (ﷺ) (একত্রে) লৌহ বা তামার নির্মিত ছোট ডেকচির পানি দ্বারা গোসল করতাম।
باب الْوُضُوءِ فِي آنِيَةِ الصُّفْرِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنِي صَاحِبٌ، لِي عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ، صلى الله عليه وسلم فِي تَوْرٍ مِنْ شَبَهٍ .
