কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১. পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৯৭
আন্তর্জাতিক নং: ৯৭
৪৬. উযুর পরিপূর্ণতা সম্পর্কে।
৯৭. মুসাদ্দাদ .... আব্দুল্লাহ্ ইবনে আমর (রাযিঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) এমন এক সম্প্রদায়কে দেখলেন, যাদের পায়ের গোড়ালি ঝকঝক করছে।* তিনি বলেনঃ এরূপ পায়ের গোড়ালি ওয়ালাদের জন্য দোজখের শাস্তি রয়েছে। তোমরা পরিপূর্ণভাবে উযু কর।
* পায়ের গোড়ালী ঝকঝক করার কারণ এই ছিল যে, উযুর সময় তাদের পায়ের গোড়ালিতে পানি ঠিকমত পৌঁছেনি এবং তা সঠিক ভাবে ধৌত করা হয়নি। সাধারণতঃ দেখা যায় যে, উযুর সময় কিছু সংখ্যক লোক তাদের হাত-পায়ের আঙ্গুলের সংযোগস্থলে এবং পায়ের গোড়ালির পশ্চাদাংশ ঠিকমত ধৌত করে না। এমতাবস্থায় উযু ও নামায কোনটাই দুরস্ত হবে না। -(অনুবাদক)
* পায়ের গোড়ালী ঝকঝক করার কারণ এই ছিল যে, উযুর সময় তাদের পায়ের গোড়ালিতে পানি ঠিকমত পৌঁছেনি এবং তা সঠিক ভাবে ধৌত করা হয়নি। সাধারণতঃ দেখা যায় যে, উযুর সময় কিছু সংখ্যক লোক তাদের হাত-পায়ের আঙ্গুলের সংযোগস্থলে এবং পায়ের গোড়ালির পশ্চাদাংশ ঠিকমত ধৌত করে না। এমতাবস্থায় উযু ও নামায কোনটাই দুরস্ত হবে না। -(অনুবাদক)
باب فِي إِسْبَاغِ الْوُضُوءِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، عَنْ أَبِي يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى قَوْمًا وَأَعْقَابُهُمْ تَلُوحُ فَقَالَ " وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ أَسْبِغُوا الْوُضُوءَ " .
