আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৫৩৩
৯৭৫. (হজ্জের সফরে) “শাজারা” এর রাস্তা দিয়ে নবী (ﷺ) এর গমন।
১৪৪২। ইবরাহীম ইবনে মুনযির (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) (হজ্জের সফরে) শাজারা নামক পথ দিয়ে গমন করতেন এবং মু’আররাস নামক পথ দিয়ে (মদীনায়) প্রবেশ করতেন। রাসূলুল্লাহ (ﷺ) মক্কার দিকে সফর করতেন, মসজিদুশ শাজারায় নামায আদায় করতেন ও ফিরার পথে যুল হুলাইফার বাতনুল ওয়াদীতে নামায আদায় করতেন এবং সেখানে সকাল পর্যন্ত রাত যাপন করতেন।
হাদীসের ব্যাখ্যা:
শাজারার পথ বলতে যুল-হুলায়ফাকে বোঝানো হয়েছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা ও হজ্জ আদায়ের জন্য যাওয়ার সময় মদীনা মুনাউওয়ারা থেকে এই পথে বের হতেন এবং এখান থেকে ইহরাম বাঁধতেন। তারপর ফেরার সময় মদীনা মুনাউওয়ারায় প্রবেশকালে মু‘আররাসের পথ ধরে প্রবেশ করতেন। মু‘আররাস মদীনা মুনাউওয়ারা থেকে ৬ মাইল দূরে যুল-হুলায়ফার কাছেই একটি জায়গার নাম। এ পথে মদীনা মুনাউওয়ারা শাজারার পথ অপেক্ষা কাছে হয়।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
সম্ভব হলে ঈদগাহ, মসজিদ প্রভৃতি স্থানে দুই পথে যাওয়া-আসা করা চাই। এতে করে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি সুন্নতের উপর আমল হয়ে যায়।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
সম্ভব হলে ঈদগাহ, মসজিদ প্রভৃতি স্থানে দুই পথে যাওয়া-আসা করা চাই। এতে করে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি সুন্নতের উপর আমল হয়ে যায়।
