আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৫৩২
৯৭৪. যুল হুলাইফায় নামায।
১৪৪১। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) যুল হুলাইফার বাতহা নামক উপত্যকায় উট বসিয়ে নামায আদায় করেন। (রাবী নাফি' বলেন) ইবনে উমর (রাযিঃ)-ও তাই করতেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন