কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৫০
আন্তর্জাতিক নং: ৫০
২৭. অন্যের মেসওয়াক দিয়ে দাতন করা সম্পর্কে।
৫০. মুহাম্মাদ ইবনে ঈসা .... আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) মেস্ওয়াক করছিলেন। এ সময় তাঁর নিকট এমন-দুইজন লোক ছিল যাদের একজন অন্যজন হতে (বয়সে বা সম্মানে) বড় ছিল। এসময় তাঁর নিকট মেস্ওয়াকের ফযীলত সম্পর্কে আল্লাহ্ ওহী নাযিল করেন, বড় জনকে মেস্ওয়াক প্রদান করুন।*

* সম্ভবতঃ বড়জনের শ্রেষ্ঠত্বের কারণে বা তিনি নবী করীম (ﷺ)-এর ডান পার্শ্বে অবস্থান করায় এই গৌরবের অধিকারী হন। -(অনুবাদক)
باب فِي الرَّجُلِ يَسْتَاكُ بِسِوَاكِ غَيْرِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا عَنْبَسَةُ بْنُ عَبْدِ الْوَاحِدِ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتَنُّ وَعِنْدَهُ رَجُلاَنِ أَحَدُهُمَا أَكْبَرُ مِنَ الآخَرِ فَأُوحِيَ إِلَيْهِ فِي فَضْلِ السِّوَاكِ " أَنْ كَبِّرْ " . أَعْطِ السِّوَاكَ أَكْبَرَهُمَا
সুনানে আবু দাউদ - হাদীস নং ৫০ | মুসলিম বাংলা