কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১. পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৯
আন্তর্জাতিক নং: ৪৯
২৬. মেসওয়াক করার নিয়ম সম্পর্কে।
৪৯. মুসাদ্দাদ ও সুলাইমান .... আবু বুরদা থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমতে উপস্থিত হয়ে (যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য যানবাহন হিসাবে) উট চাইলাম। এ সময় আমি তাকে জিহ্বার উপর মেসওয়াক করতে দেখি। সুলাইমানের বর্ণনা মতেঃ আমি (আবু বুরদা) নবী (ﷺ)-এর খিদমতে এমন সময় হাযির হই যখন তিনি মেস্ওয়াক করছিলেন। এসময় তিনি তাঁর মেস্ওয়াক জিহ্বার এক পাশে রেখে আহ! আহ!! বলছিলেন, অর্থাৎ যেন বমির ভাব করছিলেন।
باب كَيْفَ يَسْتَاكُ
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَسُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْعَتَكِيُّ، قَالاَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ غَيْلاَنَ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ مُسَدَّدٌ قَالَ أَتَيْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَسْتَحْمِلُهُ فَرَأَيْتُهُ يَسْتَاكُ عَلَى لِسَانِهِ - قَالَ أَبُو دَاوُدَ وَقَالَ سُلَيْمَانُ قَالَ دَخَلْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ يَسْتَاكُ وَقَدْ وَضَعَ السِّوَاكَ عَلَى طَرَفِ لِسَانِهِ - وَهُوَ يَقُولُ " إِهْ إِهْ " . يَعْنِي يَتَهَوَّعُ . قَالَ أَبُو دَاوُدَ قَالَ مُسَدَّدٌ فَكَانَ حَدِيثًا طَوِيلاً اخْتَصَرْتُهُ .

হাদীসের ব্যাখ্যা:

হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, মেসওয়াক করার সময় জিহ্বা পরিস্কার করতে হয় এবং মেসওয়াক দ্বারা দাঁত মাজার সময় দাঁতের দৈর্ঘ্যে অর্থাৎ উপর-নিচে করে ডলতে হয়। সাথে সাথে দাঁতের প্রস্থে অর্থাৎ আড়াআড়িভাবে মেসওয়াক করার কথাও বায়হাকী-১৭৪ এবং মুজামুল কাবীর-১২৪২ নং হাদীসসহ আরো কিছু হাদীসে বর্ণিত হয়েছে। উক্ত হাদীসের সনদ জঈফ হলেও দাঁতের ময়লা দূরীকরণে উভয় দিকে মেসওয়াক করা বেশী কার্যকর হওয়ায় আমল করা যেতে পারে। মেসওয়াক করার সময় ঠোঁটের নিচে থাকা দাঁতের গোড়াও পরিস্কার করার প্রতি লক্ষ্য রাখতে হবে। কেননা সহীহ সনদে হযরত আবু মুসা রা. থেকে ইবনে হিব্বানের এক বর্ণনায় উল্লেখ রয়েছে যে, فَكَأَنِّي أَنْظُرُ إِلَى سِوَاكِهِ تَحْتَ شَفَتِهِ قَلَصَتْ আমি কেমন যেন রসূল স.-এর ঠোঁটের নিচে মেসওয়াক দেখছি মেসওয়াকের কারণে ঠোট মুবারক উপরের দিকে উঠেছিলো। (ইবনে হিব্বান-১০৭১)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন