আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২০- যাকাতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৫০৬
৯৫৫. সাদ্কাতুল ফিতর এক সা’ পরিমাণ খাদ্য।
১৪১৮। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আবু সা’ঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এক সা’ পরিমাণ খাদ্য অথবা এক সা’ পরিমাণ যব অথবা এক সা’ পরিমাণ খেজুর অথবা এক সা’ পরিমাণ পনির অথবা এক সা’ পরিমাণ কিসমিস দিয়ে সাদ্কাতুল ফিতর আদায় করতাম।


বর্ণনাকারী: