আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২০- যাকাতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৫০৫
৯৫৪. সাদ্কাতুল ফিতর এক সা’ পরিমাণ যব।
১৪১৭। কাবীসা ইবনে উকবা (রাহঃ) ......... আবু সা’ঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এক সা’ পরিমাণ যব দ্বারা সাদ্কাতুল ফিতর আদায় করতাম।


বর্ণনাকারী: