আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২০- যাকাতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৪৯৫
৯৪৪. সাদ্কার প্রকৃতি পরিবর্তন হলে।
১৪০৮। ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, বারীরা (রাযিঃ) কে সাদকাকৃ্ত গোশতের কিছু রাসূলুল্লাহ (ﷺ) কে দেওয়া হল। তিনি বললেন, তা বারীরার জন্য সাদকা এবং আমাদের জন্য হাদিয়া।
আবু দাউদ (রাহঃ) বলেন যে, শু’বা (রাহঃ) কাতাদা (রাহঃ) সূত্রে আনাস (রাযিঃ) এর মাধ্যমে নবী (ﷺ) থেকে হাদীসটি বর্ণনা করেছেন।
আবু দাউদ (রাহঃ) বলেন যে, শু’বা (রাহঃ) কাতাদা (রাহঃ) সূত্রে আনাস (রাযিঃ) এর মাধ্যমে নবী (ﷺ) থেকে হাদীসটি বর্ণনা করেছেন।
