আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২০- যাকাতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৪৯৪
৯৪৪. সাদ্কার প্রকৃতি পরিবর্তন হলে।
১৪০৭। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... উম্মে আতিয়্যা আনসারীয়া (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) আয়িশা (রাযিঃ) এর নিকট গিয়ে বললেনঃ তোমাদের কাছে (খাওয়ার) কিছু আছে কি? আয়িশা (রাযিঃ) বললেনঃ না, তবে আপনি সাদ্কা স্বরূপ নুসায়বাকে বকরীর যে গোশত পাঠিয়েছিলেন, সে তার কিছু পাঠিয়ে দিয়েছিল (তা ছাড়া কিছু নেই)। তখন নবী (ﷺ) বললেনঃ সাদ্কা তার যথাস্থানে পৌঁছেছে।


বর্ণনাকারী: