আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৫৪- জান্নাতের নিআমত ও জান্নাতীদের বর্ণনা
হাদীস নং: ৬৮৯০
আন্তর্জাতিক নং: ২৮৩৫-২
- জান্নাতের নিআমত ও জান্নাতীদের বর্ণনা
৭. জান্নাত ও জান্নাতবাসীগণের বর্ণনা এবং সকাল-সন্ধ্যায় তাদের তাসবীহ
৬৮৯০। আবু বকর ইবনে আবি শাঈবা ও আবু কুরায়ব (রাহঃ) ......... আ’মাশ (রাহঃ) থেকে এ সনদে كَرَشْحِ الْمِسْكِ পর্যন্ত অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب الجنة وصفة نعيمها وأهلها
باب فِي صِفَاتِ الْجَنَّةِ وَأَهْلِهَا وَتَسْبِيحِهِمْ فِيهَا بُكْرَةً وَعَشِيًّا
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ إِلَى قَوْلِهِ " كَرَشْحِ الْمِسْكِ " .
হাদীসের ব্যাখ্যা:
বেহেশতী জীবন যাবতীয় মলিনতা থেকে পবিত্র। জান্নাতে পার্থিব জীবনের কোনরূপ অসুবিধা তাদের স্পর্শ করবে না। পানাহার করবে কিন্তু তাতে কোনরূপ ময়লা সৃষ্টি হবে না। তা ঢেকুর ও ঘামে পরিণত হয়ে শরীর থেকে বের হয়ে যাবে। ঘামও দুর্গন্ধ হবে না। বরং তা মিশকের ন্যায় সুগন্ধি হবে।
বিঃ-দ্রঃ আখিরাতের কোন কোন জিনিস আমাদের পৃথিবীর জিনিসের সদৃশ হলেও গুণ ও মানের দিক দিয়ে স্বতন্ত্র ও উৎকৃষ্ট হবে। তাই জান্নাতবাসীর শরীরের উপর তাদের প্রতিক্রিয়াও ভিন্ন ও উৎকৃষ্ট হবে।
মানুষের শ্বাস-প্রশ্বাসের ন্যায় আলহামদুলিল্লাহ ও সুবহানাল্লাহর ধ্বনিতে জান্নাত সর্বদা গুঞ্জরিত থাকবে।
বিঃ-দ্রঃ আখিরাতের কোন কোন জিনিস আমাদের পৃথিবীর জিনিসের সদৃশ হলেও গুণ ও মানের দিক দিয়ে স্বতন্ত্র ও উৎকৃষ্ট হবে। তাই জান্নাতবাসীর শরীরের উপর তাদের প্রতিক্রিয়াও ভিন্ন ও উৎকৃষ্ট হবে।
মানুষের শ্বাস-প্রশ্বাসের ন্যায় আলহামদুলিল্লাহ ও সুবহানাল্লাহর ধ্বনিতে জান্নাত সর্বদা গুঞ্জরিত থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: