আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২০- যাকাতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৪৩৯
৯০৮. ফাসাদের উদ্দেশ্য ব্যতীত স্ত্রী তার স্বামীর ঘর থেকে কিছু সাদ্‌কা করলে বা কাউকে আহার করালে স্ত্রী এর সাওয়াব পাবে।
১৩৫৬। আদম ও উমর ইবনে হাফস (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ ফাসাদের উদ্দেশ্য ব্যতীত স্ত্রী তার স্বামীর ঘর থেকে কাউকে কিছু সাদ্‌কা করলে বা আহার করালে স্ত্রী এর সাওয়াব পাবে, স্বামীও সমপরিমাণ সাওয়াব পাবে এবং খাজাঞ্চীও সেই পরিমাণ সাওয়াব পাবে। স্বামী উপার্জন করার কারণে আর স্ত্রী দান করার কারণে সাওয়াব পাবে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন