আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২০- যাকাতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৪৩৬
৯০৬. মুশরিক থাকাকালে সাদ্কা করার পর যে ইসলাম গ্রহণ করে (তার সাদ্কা কবুল হবে কিনা?)
১৩৫৩। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... হাকীম ইবনে হিযাম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আরয করলাম, ইয়া রাসুলাল্লাহ! ঈমান আনয়নের পূর্বে (সাওয়াব লাভের উদ্দেশ্যে) আমি সাদ্কা প্রদান, দাসমুক্ত করা ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ন্যায় যত কাজ করেছি সেগুলোতে সাওয়াব হবে কি? তখন নবী (ﷺ) বললেনঃ তুমি যেসব ভালো কাজ করেছ তা নিয়েই ইসলাম গ্রহণ করেছ (তুমি সেসব কাজের সাওয়াব পাবে)।


বর্ণনাকারী: