আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৯- জানাযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৩৯৩
৮৮০. মৃতদের গালি দেওয়া নিষিদ্ধ।
১৩১১। আদম (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) ইরশাদ করেছেনঃ তোমরা মৃতদের গালমন্দ কর না। কেননা, তারা আপন কৃতকর্মের ফলাফল পর্যন্ত পৌছে গেছে।
(ইমাম বুখারী (রাহঃ) বলেন) আব্দুল্লাহ ইবনে আব্দুল কুদ্দুস ও মুহাম্মাদ ইবনে আনাস (রাহঃ), আমাশ (রাহঃ) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। আলী ইবনে জা’দ, ইবনে আরআরা ও ইবনে আবু আদী (রাহঃ), শু’বা (রাহঃ) থেকে হাদীস বর্ণনায় আদম (রাহঃ) এর অনুসরণ করেছেন।
(ইমাম বুখারী (রাহঃ) বলেন) আব্দুল্লাহ ইবনে আব্দুল কুদ্দুস ও মুহাম্মাদ ইবনে আনাস (রাহঃ), আমাশ (রাহঃ) থেকে হাদীসটি বর্ণনা করেছেন। আলী ইবনে জা’দ, ইবনে আরআরা ও ইবনে আবু আদী (রাহঃ), শু’বা (রাহঃ) থেকে হাদীস বর্ণনায় আদম (রাহঃ) এর অনুসরণ করেছেন।
