আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৯- জানাযার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৩৯০
৮৭৯. নবী (ﷺ), আবু বকর (রাযিঃ) ও উমর (রাযিঃ) এর কবরের বর্ণনা।
১৩০৯। ফারওয়া (রাহঃ) ......... উরওয়া (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ালীদ ইবনে আব্দুল মালিক এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ (ﷺ) এর কবরের) বেষ্টনী দেওয়াল ধ্বসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ (ﷺ) এর কদম মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। শনাক্ত করার মত কাউকে তারা পায় নি। অবশেষে উরওয়া (রাযিঃ) তাদের বললেন, আল্লাহর কসম! এ নবী (ﷺ) এর কদম মুবারক নয় বরং এতো উমর (রাযিঃ) এর পা।
(ইমাম বুখারী বলেন) হিশাম (রাহঃ) তার পিতা সূত্রে আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ) কে অসিয়্যাত করেছিলেন, আমাকে তাঁদের (নবী (ﷺ) ও তাঁর দু’সাহাবী) পাশে দাফন করবে না। বরং আমাকে আমার সঙ্গিনী (অন্যান্য উম্মুল মু’মিনীন)-দের সাথে জান্নাতুল বাকীতে দাফন করবে। (নবী ﷺ) এর পাশে সমাহিত হওয়ার কারণে আমি যেন বিশেষ প্রশংসিত না হই।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সহীহ বুখারী - হাদীস নং ১৩০৯ | মুসলিম বাংলা