আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৯- জানাযার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৩৫০
৮৬০. কোন কারণে মৃত ব্যক্তিকে (লাশ) কবর বা লাহ্দ থেকে বের করা যাবে কি?
১২৬৮। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই (মুনাফিক সর্দারকে) কবর দেওয়ার পর রাসূলুল্লাহ (ﷺ) তার (কবরের) কাছে আসলেন এবং তিনি তাকে বের করার নির্দেশ দিলে তাকে (কবর থেকে) বের করা হল। তখন তিনি তাকে তার (নিজের) দু’হাঁটুর উপরে রাখলেন, নিজের (মুখের) লালা (তার উপরে ফুঁকে) দিলেন এবং নিজের জামা তাকে পরিয়ে দিলেন। আল্লাহ সমধিক অবগত। সে আব্বাস (রাযিঃ) কে একটি জামা পরতে দিয়েছিল।
সুফিয়ান (রাহঃ) বলেন, আবু হারুন (রাহঃ) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) এর পরিধানে তখন দু’টি জামা ছিল। আব্দুল্লাহ (ইবনে উবাই) এর পুত্র [আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ (রাযিঃ)] বলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনার (পবিত্র) দেহের সাথে জড়িয়ে থাকা জামাটি আমার পিতাকে পরিয়ে দিন। সুফিয়ান (রাহঃ) বলেন, তারা মনে করেন যে, নবী (ﷺ) তাঁর জামা আব্দুল্লাহ (ইবনে উবাই) কে পরিয়ে দিয়েছিলেন, তার কৃত (ইহসানের) বিনিময় স্বরূপ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন