আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৩৫- শিকার ও জবাইয়ের বিধান এবং হালাল পশুর বর্ণনা
হাদীস নং: ৪৮৭৬
আন্তর্জাতিক নং: ১৯৪৪-২
৭. গুই সাপ (শণ্ডা) হালাল
৪৮৭৬। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... তাওবা আম্বরী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, শা’বী (রাহঃ) আমাকে বলেছেনঃ তুমি কি নবী (ﷺ) থেকে বর্ণিত হাসান (রাযিঃ) এর হাদীসটি শুনেছ? আমি তো প্রায় দু’বছর বা দেড় বছর ইবনে উমর (রাযিঃ) এর সান্নিধ্যে বসেছি, কিন্তু তাকে এ হাদীসটি ছাড়া নবী (ﷺ) থেকে অন্য কিছু রিওয়ায়াত করতে শুনিনি। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর কতিপয় সাহাবীর মধ্যে সা’দ (রাযিঃ) ও ছিলেন, মু’আয (রাযিঃ) এর হাদীসের অনুরূপ।
باب إِبَاحَةِ الضَّبِّ
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ تَوْبَةَ الْعَنْبَرِيِّ، قَالَ قَالَ لِي الشَّعْبِيُّ أَرَأَيْتَ حَدِيثَ الْحَسَنِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَاعَدْتُ ابْنَ عُمَرَ قَرِيبًا مِنْ سَنَتَيْنِ أَوْ سَنَةٍ وَنِصْفٍ فَلَمْ أَسْمَعْهُ رَوَى عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم غَيْرَ هَذَا قَالَ كَانَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيهِمْ سَعْدٌ بِمِثْلِ حَدِيثِ مُعَاذٍ .
