আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৩৫- শিকার ও জবাইয়ের বিধান এবং হালাল পশুর বর্ণনা

হাদীস নং: ৪৮৭৫
আন্তর্জাতিক নং: ১৯৪৪-১
- শিকার ও জবাইয়ের বিধান এবং হালাল পশুর বর্ণনা
৭. গুই সাপ (শণ্ডা) হালাল
৪৮৭৫। উবাইদুল্লাহ ইবনে মু’আয (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদা নবী (ﷺ) এর সঙ্গে তার কতিপয় সাহাবী ছিলেন। তাদের মধ্যে সা’দ (রাযিঃ) ছিলেন। তাদের সম্মুখে গুইশাপ এর গোশত পরিবেশন করা হলো। তখন নবী (ﷺ) এর একজন স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, এটা কিন্তু গুইসাপের গোশত! তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা তা খেতে পারো, কেননা এটা হালাল, তবে এটা আমার (অভ্যস্ত) খাদ্য নয়।
كتاب الصيد والذبائح وما يؤكل من الحيوان
باب إِبَاحَةِ الضَّبِّ
وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ تَوْبَةَ الْعَنْبَرِيِّ، سَمِعَ الشَّعْبِيَّ، سَمِعَ ابْنَ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ مَعَهُ نَاسٌ مِنْ أَصْحَابِهِ فِيهِمْ سَعْدٌ وَأُتُوا بِلَحْمِ ضَبٍّ فَنَادَتِ امْرَأَةٌ مِنْ نِسَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّهُ لَحْمُ ضَبٍّ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كُلُوا فَإِنَّهُ حَلاَلٌ وَلَكِنَّهُ لَيْسَ مِنْ طَعَامِي " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)