আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৩৫- শিকার ও জবাইয়ের বিধান এবং হালাল পশুর বর্ণনা
হাদীস নং: ৪৮৬০
আন্তর্জাতিক নং: ১৯৩৮-৫
৫. গৃহপালিত গাধা খাওয়া হারাম
৪৮৬০। যুহাইর ইবনে হারব (রাহঃ) ......... বারা ইবনে আযিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে গৃহপালিত গাধার গোশত কাঁচা হোক বা রান্না করা হোক তা ফেলে দিতে নির্দেশ দেন। এরপর তা খেতে আদেশ করেননি।
আবু সাঈদ আশাজ্জ আসিম (রাহঃ) ......... আসিম (রাহঃ) থেকে এ সনদে উক্ত হাদীস অনুরূপ বর্ণনা করেছেন।
আবু সাঈদ আশাজ্জ আসিম (রাহঃ) ......... আসিম (রাহঃ) থেকে এ সনদে উক্ত হাদীস অনুরূপ বর্ণনা করেছেন।
باب تَحْرِيمِ أَكْلِ لَحْمِ الْحُمُرِ الإِنْسِيَّةِ
وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَاصِمٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ نُلْقِيَ لُحُومَ الْحُمُرِ الأَهْلِيَّةِ نِيئَةً وَنَضِيجَةً ثُمَّ لَمْ يَأْمُرْنَا بِأَكْلِهِ .
وَحَدَّثَنِيهِ أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا حَفْصٌ، - يَعْنِي ابْنَ غِيَاثٍ - عَنْ عَاصِمٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ .
وَحَدَّثَنِيهِ أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا حَفْصٌ، - يَعْنِي ابْنَ غِيَاثٍ - عَنْ عَاصِمٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ .
