আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৩৫- শিকার ও জবাইয়ের বিধান এবং হালাল পশুর বর্ণনা

হাদীস নং: ৪৮৫৯
আন্তর্জাতিক নং: ১৯৩৮-৩
- শিকার ও জবাইয়ের বিধান এবং হালাল পশুর বর্ণনা
৫. গৃহপালিত গাধা খাওয়া হারাম
৪৮৫৯। আবু কুরায়ব ও ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... সাবিত ইবনে উবাইদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বারা (রাযিঃ) কে বলতে শুনেছি যে, আমাদেরকে গৃহপালিত গাধা (খাওয়া) থেকে বারণ করা হয়েছে।
كتاب الصيد والذبائح وما يؤكل من الحيوان
باب تَحْرِيمِ أَكْلِ لَحْمِ الْحُمُرِ الإِنْسِيَّةِ
وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا ابْنُ بِشْرٍ، عَنْ مِسْعَرٍ، عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ، يَقُولُ نُهِينَا عَنْ لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ، .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)