আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৩৫- শিকার ও জবাইয়ের বিধান এবং হালাল পশুর বর্ণনা
হাদীস নং: ৪৮২৩
আন্তর্জাতিক নং: ১৯২৯-৫
- শিকার ও জবাইয়ের বিধান এবং হালাল পশুর বর্ণনা
১. প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারা শিকার করা
৪৮২৩। আবু বকর ইবনে নাফি আব্দী (রাহঃ) ......... আদী ইবনে হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে ‘মিরাদ’ সম্পর্কে জিজ্ঞাসা করলাম ......... (বাকী অংশ) পূর্বরূপ।
كتاب الصيد والذبائح وما يؤكل من الحيوان
باب الصَّيْدِ بِالْكِلاَبِ الْمُعَلَّمَةِ
وَحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ، أَبِي السَّفَرِ وَعَنْ نَاسٍ، ذَكَرَ شُعْبَةُ عَنِ الشَّعْبِيِّ، قَالَ سَمِعْتُ عَدِيَّ بْنَ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْمِعْرَاضِ . بِمِثْلِ ذَلِكَ .
বর্ণনাকারী: