আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৯- জানাযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১২৬০
৭৯৭. মহিলাদের চুলকে খুলে দেওয়া।
ইবনে সীরীন (রাহঃ) বলেছেন, মৃতের চুল খুলে দেওয়ায় কোন দোষ নেই।
ইবনে সীরীন (রাহঃ) বলেছেন, মৃতের চুল খুলে দেওয়ায় কোন দোষ নেই।
১১৮৬। আহমদ (রাহঃ) ......... উম্মে আতিয়্যা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, তারা প্রথমে নবী (ﷺ) এর কন্যার মাথার চুল তিনটি বেণী করে দেন। তারপর তাঁরা তা খুলেছেন, এরপর তা ধুয়ে তিনটি বেণী করে দেন।


বর্ণনাকারী: