আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৯- জানাযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১২৫৪
৭৯২. বেজোড় সংখ্যায় গোসল দেওয়া মুসতাহাব ।
১১৮১। মুহাম্মাদ (রাহঃ) ......... উম্মে আতিয়্যা আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) এর কন্যা [যায়নাব (রাযিঃ)] এর ইন্তিকাল হলে তিনি আমাদের কাছে এসে বললেনঃ তোমরা তাঁকে তিন, পাঁচ প্রয়োজন মনে করলে তার চাইতে অধিকবার বরই পাতাসহ পানি দিয়ে গোসল দাও। শেষবারে কর্পূর বা (তিনি বলেছেন) কিছু কর্পূর ব্যবহার করবে। তোমরা শেষ করে আমাকে জানাও। আমরা শেষ করার পর তাঁকে জানালাম। তখন তিনি তাঁর চাঁদরখানি আমাদের দিকে দিয়ে বললেনঃ এটি তাঁর ভিতরে কাপড় হিসেবে পরাও।
আইয়ুব (রাহঃ) বলেছেন, হাফসা (রাহঃ) আমাকে মুহাম্মাদ (রাহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস শুনিয়েছেন। তবে তাঁর হাদীসে রয়েছে যে, তাকে বেজোড় সংখ্যায় গোসল দিবে। আরও রয়েছে, তিনবার, পাঁচবার অথবা সাতবার করে। আরো তাতে রয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ″তোমরা তার ডান দিক থেকে এবং তাঁর উযুর স্থানসমূহ থেকে শুরু করবে।″ তাতে একথাও রয়েছে- (বর্ণনাকারিণী) উম্মে আতিয়্যা (রাযিঃ) বলেছেন, আমরা তাঁর চুলগুলি আঁচড়ে তিনটি বেণী করে দিলাম।
আইয়ুব (রাহঃ) বলেছেন, হাফসা (রাহঃ) আমাকে মুহাম্মাদ (রাহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস শুনিয়েছেন। তবে তাঁর হাদীসে রয়েছে যে, তাকে বেজোড় সংখ্যায় গোসল দিবে। আরও রয়েছে, তিনবার, পাঁচবার অথবা সাতবার করে। আরো তাতে রয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ″তোমরা তার ডান দিক থেকে এবং তাঁর উযুর স্থানসমূহ থেকে শুরু করবে।″ তাতে একথাও রয়েছে- (বর্ণনাকারিণী) উম্মে আতিয়্যা (রাযিঃ) বলেছেন, আমরা তাঁর চুলগুলি আঁচড়ে তিনটি বেণী করে দিলাম।
হাদীসের ব্যাখ্যা:
হযরত উম্মু আতিয়্যাহ রাযি. জানান যে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত যায়নাব রাযি.-এর ইন্তিকাল হলে তিনি তাঁর গোসল দেওয়ার কাজ করেছিলেন। কোনও কোনও বর্ণনায় যায়নাব রাযি.-এর পরিবর্তে হযরত উম্মু কুলছুম রাযি.-এর নাম বলা হয়েছে। এ কাজে হযরত উম্মু আতিয়্যাহ রাযি.-এর সঙ্গে আরও কয়েকজন মহিলা শরীক ছিলেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হুকুম দিয়েছিলেন যেন গোসল দেওয়ানোর কাজ মায়্যিতের ডানদিক থেকে শুরু করা হয় এবং প্রথমে ওযুর অঙ্গগুলো ধোওয়ানো হয়। এছাড়া মায়্যিতের গোসলের পানিতে বরইপাতা ব্যবহার করা, গোসলে মায়্যিতের শরীর তিনবার থেকে সাতবার পর্যন্ত ধোওয়ার কথাও তাঁর থেকে বর্ণিত আছে।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. মায়্যিতকে গোসল দেওয়ানোর কাজটিও ডানদিক থেকে শুরু করা সুন্নত।
খ. ওযুর অঙ্গসমূহ অন্যান্য অঙ্গের তুলনায় বিশেষ মর্যাদা রাখে, যে কারণে গোসলে এ অঙ্গগুলো আগে ধুইতে বলা হয়েছে। এটাও সুন্নত।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. মায়্যিতকে গোসল দেওয়ানোর কাজটিও ডানদিক থেকে শুরু করা সুন্নত।
খ. ওযুর অঙ্গসমূহ অন্যান্য অঙ্গের তুলনায় বিশেষ মর্যাদা রাখে, যে কারণে গোসলে এ অঙ্গগুলো আগে ধুইতে বলা হয়েছে। এটাও সুন্নত।


বর্ণনাকারী: