আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৯- জানাযার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১২৫৩
৭৯১. বরই পাতার দ্বারা মৃতকে গোসল ও উযু করানো।
ইবনে উমর (রাযিঃ) সাঈদ ইবনে যায়দ (রাযিঃ) এর এক (মৃত) পুত্রকে সুগন্ধি মাখিয়ে দিলেন, তাঁকে বহন করলেন এবং জানাযার নামায আদায় করলেন অথচ তিনি (নতুন) উযু করেন নি।
ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, জীবিত ও মৃত কোন অবস্থাতেই মুসলিম অপবিত্র নয়।
সা’দ (রাযিঃ) বলেন, (মৃতদেহ) অপবিত্র হলে আমি তা স্পর্শ করতাম না
আর নবী (ﷺ) বলেছেনঃ মু’মিন অপবিত্র হয় না।
১১৮০। ইসমাঈল ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... উম্মে আতিয়্যা আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) এর কন্যা [যায়নাব (রাযিঃ)] এর ইন্‌তিকাল হলে তিনি আমাদের কাছে এসে বললেনঃ তোমরা তাকে তিন, পাঁচ প্রয়োজন মনে করলে তার চাইতে অধিকবার বরই পাতাসহ পানি দিয়ে গোসল দাও। শেষবারে কর্পূর বা (তিনি বলেছেন) কিছু কর্পূর ব্যবহার করবে। তোমরা শেষ করে আমাকে জানাও। আমরা শেষ করার পর তাঁকে জানালাম। তখন তিনি তাঁর চাঁদরখানি আমাদের দিয়ে বললেনঃ এটি তাঁর গায়ের সাথে জড়িয়ে দাও।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন