আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১২১৬
৭৭১. নামাযে সালামের জবাব দিবে না ।
১১৪৩। আব্দুল্লাহ ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে তাঁর নামাযরত অবস্থায় সালাম করতাম। তিনি আমাকে সালামের জওয়াব দিতেন। আমরা (আবিসিনিয়া থেকে) ফিরে তাঁকে (নামাযরত অবস্থায়) সালাম দিলাম। তিনি জওয়াব দিলেন না এবং পরে বললেনঃ নামাযে অনেক ব্যস্ততা ও নিমগ্নতা রয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন