আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১২১৫
৭৬৯. যে ব্যক্তি অজ্ঞতাবশত নামাযে হাততালি দেয় তাঁর নামায নষ্ট হয় না। এ বিষয়ে সাহল ইবনে সা’দ (রা.) সূত্রে নবী করীম (ﷺ) থেকে হাদীস বর্ণিত হয়েছে।
৭৭০. মুসল্লীকে আগে বাড়তে অথবা অপেক্ষা করতে বলা হলে সে যদি অপেক্ষা করে তবে এতে দোষ নেই।
১১৪২। মুহাম্মাদ ইবনে কাসীর (রাহঃ) ......... সাহল ইবনে সা’দ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবীগণ নবী (ﷺ) এর সঙ্গে নামায আদায় করতেন এবং তাঁরা তাদের লুঙ্গী ছোট হওয়ার কারণে ঘাড়ের সাথে বেঁধে রাখতেন। তাই মহিলাগণকে বলা হয়, পুরুষগণ সোজা হয়ে না বসা পর্যন্ত তোমরা (সিজদা থেকে) মাথা তুলবে না।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন