আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২- ইলমের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১১৩
৮১। ইলম লিপিবদ্ধ করা
১১৩। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) এর সাহাবীগণের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) ব্যতীত আর কারো কাছে আমার চাইতে বেশী হাদীস নেই। কারণ তিনি লিখে রাখতেন, আর আমি লিখতাম না। মা’মার (রাহঃ) হাম্মাম (রাহঃ) সূত্রে আবু হুরায়রা (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
