আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১১৯৭
৭৫৬. বায়তুল মুকাদ্দাস-এর মসজিদ।
১১২৩। আবুল ওয়ালীদ (রাহঃ) ......... যিয়াদের আযাদকৃত দাস কাযাআ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরী (রাযিঃ) কে নবী (ﷺ) থেকে চারটি বিষয় বর্ণনা করতে শুনেছি, যা আমাকে আনন্দিত ও মুগ্ধ করেছে। তিনি বলেছেনঃ মহিলারা স্বামী কিংবা মাহরাম* ব্যতীত দু’দিনের দূরত্বের পথে সফর করবে না।
ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিনগুলোতে রোযা পালন নেই।
দু’ (ফরয) নামাযের পর কোন (নফল ও সুন্নত) নামায নেই। ফজরের পর সূর্যোদয় (সম্পন্ন) হওয়া পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্তমিত হয়ে যাওয়া পর্যন্ত।
এবং ১. মসজিদুল হারাম (কাবা শরীফ ও সংলগ্ন মসজিদ), ২. মসজিদুল আকসা (বাইতুল মুকাদ্দাসের মসজিদ) এবং ৩. আমার মসজিদ (মদীনার মসজিদে নববী) ব্যতীত অন্য কোন মসজিদে (নামায আদায়ের উদ্দেশ্যে) হাওদা বাঁধা যাবে না (সফর করবে না)।
*মাহ্রামঃ স্থায়ীভাবে বিবাহ করা হারাম এমন সম্পর্কযুক্ত পুরুষ যেমন - দাদা, বাবা, ভাই, ভাতিজা, মামা, চাচা, শ্বশুর ইত্যাদি। (বিস্তারিত ফিকহের কিতাবে উল্লেখ হয়েছে)
ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিনগুলোতে রোযা পালন নেই।
দু’ (ফরয) নামাযের পর কোন (নফল ও সুন্নত) নামায নেই। ফজরের পর সূর্যোদয় (সম্পন্ন) হওয়া পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্তমিত হয়ে যাওয়া পর্যন্ত।
এবং ১. মসজিদুল হারাম (কাবা শরীফ ও সংলগ্ন মসজিদ), ২. মসজিদুল আকসা (বাইতুল মুকাদ্দাসের মসজিদ) এবং ৩. আমার মসজিদ (মদীনার মসজিদে নববী) ব্যতীত অন্য কোন মসজিদে (নামায আদায়ের উদ্দেশ্যে) হাওদা বাঁধা যাবে না (সফর করবে না)।
*মাহ্রামঃ স্থায়ীভাবে বিবাহ করা হারাম এমন সম্পর্কযুক্ত পুরুষ যেমন - দাদা, বাবা, ভাই, ভাতিজা, মামা, চাচা, শ্বশুর ইত্যাদি। (বিস্তারিত ফিকহের কিতাবে উল্লেখ হয়েছে)


বর্ণনাকারী: