আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১১৭৯
৭৪৭. মুকীম অবস্থায় চাশতের নামায আদায় করা।
১১০৯। আলী ইবনুল জা’দ (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক স্থুলদেহী আনসারী নবী (ﷺ) এর খিদমতে আরয করলেন, আমি আপনার সঙ্গে (জামাআতে) নামায আদায় করতে পারি না। তিনি নবী (ﷺ) এর উদ্দেশ্যে খাবার তৈরী করে তাঁকে দাওয়াত করে নিজ বাড়িতে নিয়ে এলেন এবং একটি চাটাই এর এক অংশে (কোমল ও পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে) পানি ছিটিয়ে (তা বিছিয়ে) দিলেন। তখন তিনি [নবী ﷺ] এর উপরে দু’রাকআত নামায আদায় করলেন।
ইবনে জারূদ (রাহঃ) (নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে) আনাস ইবনে মালিক (রাযিঃ) কে জিজ্ঞাসা করলেন (তবে কি) নবী (ﷺ) চাশতের নামায আদায় করতেন? আনাস (রাযিঃ) বললেন, সেদিন ব্যতীত অন্য সময়ে তাঁকে এ নামায আদায় করতে দেখিনি।
ইবনে জারূদ (রাহঃ) (নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে) আনাস ইবনে মালিক (রাযিঃ) কে জিজ্ঞাসা করলেন (তবে কি) নবী (ﷺ) চাশতের নামায আদায় করতেন? আনাস (রাযিঃ) বললেন, সেদিন ব্যতীত অন্য সময়ে তাঁকে এ নামায আদায় করতে দেখিনি।
