আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১১৭৮
৭৪৭. মুকীম অবস্থায় চাশতের নামায আদায় করা।
ইতবান ইবনে মালিক (রা.) বিষয়টি নবী করীম (ﷺ) থেকে উল্লেখ করেছেন।
১১০৮। মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার খলীল ও বন্ধু [নবী ﷺ] আমাকে তিনটি কাজের ওসিয়ত (বিশেষ আদেশ) করেছেন, আমৃত্যু তা আমি পরিত্যাগ করব না। (কাজ তিনটি হল) ১. প্রতি মাসে তিন দিন রোযা (পালন করা), ২. সালাতুয-যুহা (চাশতের নামায আদায় করা) এবং ৩. বিতর (নামায) আদায় করে ঘুমান।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন