আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১১৬৯
৭৪১. ফজরের (সুন্নত) দু’ রাকাআতের হিফাযত আর যারা এ দু’ রাকাআতকে নফল বলেছেন।
১১০০। বায়ান ইবনে আমর (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) কোন নফল নামাযকে ফজরের দু’রাকআত সুন্নতের ন্যায় অধিক হিফাযত ও গুরুত্ব প্রদানকারী ছিলেন না।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন