আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৮- তাহাজ্জুদ - নফল নামাযের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১১৬৮
৭৪০. ফজরের (সুন্নত) দু’রাকাআতের পর কথাবার্তা বলা।
১০৯৯। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) (ফজরের আযানের পর) দু’রাক'আত (সুন্নত) নামায আদায় করতেন। তারপর আমি সজাগ থাকলে আমার সাথে কথাবার্তা বলতেন, অন্যথায় (ডান) কাতে শয়ন করতেন। (বর্ণনাকারী আলী বলেন) আমি সুফিয়ান (রাহঃ) কে জিজ্ঞাসা করলাম, কেউ কেউ এই হাদীসে (দু’রাকআতের স্থলে) ফজরের দু’রাক'আত রেওয়ায়ত করে থাকেন। (এ বিষয়ে আপনার মন্ত্যব্য কি?) সুফিয়ান (রাহঃ) বললেন, এটা তা-ই।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন