আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

২২- ক্রয়-বিক্রয়ের আহকাম

হাদীস নং: ৩৭৫৯
আন্তর্জাতিক নং: ১৫৪৩-৩
- ক্রয়-বিক্রয়ের আহকাম
১৫. ফলযুক্ত খেজুর গাছ বিক্রি করা
৩৭৫৯। কুতায়বা ইবনে সাঈদ ও ইবনে রুমহ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তি খেজুর গাছে তা’বীর করার পর মূল গাছটি বিক্রি করে দিলে ঐ গাছের খেজুর তা’বীরকারী পাবে, তবে যদি ক্রেতা ফল পাওয়ার শর্ত করে থাকে।
كتاب البيوع
باب مَنْ بَاعَ نَخْلاً عَلَيْهَا ثَمَرٌ
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا ابْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " أَيُّمَا امْرِئٍ أَبَّرَ نَخْلاً ثُمَّ بَاعَ أَصْلَهَا فَلِلَّذِي أَبَّرَ ثَمَرُ النَّخْلِ إِلاَّ أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)