আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
২২- ক্রয়-বিক্রয়ের আহকাম
হাদীস নং: ৩৭৫৮
আন্তর্জাতিক নং: ১৫৪৩-২
- ক্রয়-বিক্রয়ের আহকাম
১৫. ফলযুক্ত খেজুর গাছ বিক্রি করা
৩৭৫৮। মুহাম্মাদ ইবনুল মুসান্না, ইবনে নুমাইর ও আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন তা’বিরকৃত* খেজুর গাছ যদি মূলসহ ক্রয় করা হয় তবে তার ফল তা’বিরকারীরই প্রাপ্য, তবে যদি বিক্রেতার শর্ত করে।
*অধিক ফলনের জন্য পুরুষ ফুলের রেণু স্ত্রী ফুলে মাখিয়ে দেয়ার প্রক্রিয়াকে তা'বির বলে।
*অধিক ফলনের জন্য পুরুষ ফুলের রেণু স্ত্রী ফুলে মাখিয়ে দেয়ার প্রক্রিয়াকে তা'বির বলে।
كتاب البيوع
باب مَنْ بَاعَ نَخْلاً عَلَيْهَا ثَمَرٌ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، جَمِيعًا عَنْ عُبَيْدِ اللَّهِ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " أَيُّمَا نَخْلٍ اشْتُرِيَ أُصُولُهَا وَقَدْ أُبِّرَتْ فَإِنَّ ثَمَرَهَا لِلَّذِي أَبَّرَهَا إِلاَّ أَنْ يَشْتَرِطَ الَّذِي اشْتَرَاهَا" .