আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

২০- লি'আনের অধ্যায়

হাদীস নং: ৩৬১৯
আন্তর্জাতিক নং: ১৪৯৭-৩
শিরোনামবিহীন পরিচ্ছেদ
৩৬১৯। আমরুন নাকিদ ও ইবনে আবু উমর (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ (রাহঃ) থেকে বর্ণিত যে, ইবনে আব্বাস (রাযিঃ) এর নিকটে দুই লিআনকারীর বিষয় উত্থাপন করা হল। তখন ইবনে শাদ্দাদ (রাহঃ) বললেন, এরা কি ঐ দু’জন যাদের সম্পর্কে নবী (ﷺ) বলেছিলেন, আমি যদি কাউকে বিনা প্রমাণে “রজম করতাম তবে ঐ মহিলাকে রজম” করতাম। তখন ইবনে আব্বাস (রাযিঃ) বললেন, না, এ সে মহিলা নয়। সে ছিল অপর এক মহিলা যার ব্যাপার প্রকাশ্য ছিল। ইবনে আবু উমর (রাহঃ) তার বর্ণনায় কাসিম ইবনে মুহাম্মাদের সূত্রে বলেন যে, আমি এ হাদীস ইবনে আব্বাসের কাছে শুনেছি।
وَحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَابْنُ أَبِي عُمَرَ، - وَاللَّفْظُ لِعَمْرٍو - قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ، عُيَيْنَةَ عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ وَذُكِرَ الْمُتَلاَعِنَانِ عِنْدَ ابْنِ عَبَّاسٍ فَقَالَ ابْنُ شَدَّادٍ أَهُمَا اللَّذَانِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَوْ كُنْتُ رَاجِمًا أَحَدًا بِغَيْرِ بَيِّنَةٍ لَرَجَمْتُهَا " . فَقَالَ ابْنُ عَبَّاسٍ لاَ تِلْكَ امْرَأَةٌ أَعْلَنَتْ . قَالَ ابْنُ أَبِي عُمَرَ فِي رِوَايَتِهِ عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ মুসলিম - হাদীস নং ৩৬১৯ | মুসলিম বাংলা