৩৬১৮। আহমাদ ইবনে ইউসুফ আযদী (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে দুজন লিআনকারীর প্রসঙ্গে আলোচনা করা হল। পরবর্তী অংশ লাঈসের হাদীসের অনুরূপ। অবশ্য এতে সুঠাম দেহী উল্লেখ করার পর তিনি অতিরিক্ত বলেছেন, ″সে ছিল কুঞ্চিত কেশধারী।″