আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৭- নামাযে কসরের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১১১২
৭১০. সূর্য ঢলে পড়ার পর সফর শুরু করলে যোহরের নামায আদায় করে সওয়ারীতে আরোহণ করা।
১০৪৬। কুতাইবা ইবনে সাঈদ (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সূর্য ঢলে পড়ার আগে সফর শুরু করলে আসরের ওয়াক্ত পর্যন্ত যোহরের নামায বিলম্বিত করতেন। তারপর অবতরণ করে দু’ নামায একসাথে আদায় করতেন। আর যদি সফর শুরু করার আগেই সূর্য ঢলে পড়তো তাহলে যুহরের নামায আদায় করে নিতেন। তারপর বাহনে আরোহণ করতেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন