আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৭- নামাযে কসরের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১১১১
৭০৯. সূর্য ঢলে পড়ার আগে সফরে রওয়ানা হলে যোহরের নামায আসরের সময় পর্যন্ত বিলম্বিত করা।
এ বিষয়ে নবী করীম (ﷺ) থেকে আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাযিঃ) এর বর্ণনা রয়েছে।
১০৪৫। হাসসান ওয়াসেতী (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সূর্য ঢলে পড়ার আগে সফর শুরু করলে আসরের ওয়াক্ত পর্যন্ত (পূর্ব পর্যন্ত) যুহর বিলম্বিত করতেন এবং উভয় নামায একত্রে আদায় করতেন। আর (সফর শুরু করার আগেই) সূর্য ঢলে গেলে যোহর আদায় করে নিতেন। এরপর (সফরের উদ্দেশ্যে) আরোহণ করতেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন