আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৭- নামাযে কসরের অধ্যায়
হাদীস নং: ১০৩৮
আন্তর্জাতিক নং: ১১০১
৭০৫. সফরকালে ফরয নামাযের আগে ও পরে নফল নামায আদায় না করা।
১০৩৮। ইয়াহয়া ইবনে সুলাইমান (রাহঃ) ......... হাফস ইবনে আসিম (রাহঃ) থেকে বর্ণিত যে, ইবনে উমর (রাযিঃ) একবার সফর করেন এবং বলেন, আমি নবী (ﷺ) এর সাহচর্যে থেকেছি, সফরে তাঁকে নফল নামায আদায় করতে দেখিনি এবং আল্লাহ তাআলা ইরশাদ করেছেনঃ “নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। (সূরা আহযাবঃ ২১১)
باب مَنْ لَمْ يَتَطَوَّعْ فِي السَّفَرِ دُبُرَ الصَّلاَةِ وَقَبْلَهَا
1101 - حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي عُمَرُ بْنُ مُحَمَّدٍ، أَنَّ حَفْصَ بْنَ عَاصِمٍ حَدَّثَهُ، قَالَ: سَافَرَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَقَالَ: " صَحِبْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ أَرَهُ يُسَبِّحُ فِي السَّفَرِ، وَقَالَ اللَّهُ جَلَّ ذِكْرُهُ: (لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ إِسْوَةٌ حَسَنَةٌ) "
হাদীসের ব্যাখ্যা:
এ বর্ণনা থেকে প্রমাণিত হয় যে, রসূল স. সফরে ফরযের অতিরিক্ত কোন নামায পড়তেন না। সুতরাং সফরে ছুন্নাত না পড়াতে কোন দোষ নেই। অনুরূপ হাদীস হযরত ইবনে উমার রা. থেকে সহীহ সনদে আরো বর্ণিত হয়েছে মুসলিম-১৪৫২ ও ১৪৫৩ এবং মুসনাদে আহমাদ: ৪৬৭৫ নাম্বার মুসনাদে আহমাদের হাদীসকে শায়খ শুআইব আরনাউত রহ. বুখারীর শর্তে সহীহ বলেছেন।
